অধিনায়কত্ব হারালেন সরফরাজ

অধিনায়কত্ব হারালেন পাকিস্তান ক্রিকেট দলের সরফরাজ আহমেদ। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি, দল থেকেও বাদ পড়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক ছিলেন সরফরাজ। তার নেতৃ্ত্বে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগ জেতে পাকিস্তান। এছাড়া সরফরাজের নেতৃত্বেই টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থানে যায় পাকিস্তান। এই পরিস্থিতিতে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে সরফরাজকে অধিনায়কত্ব থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান দল। ওই সফরে পাকিস্তান টেস্ট দলকে নেতৃত্ব দেবেন আজহার আলী। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও কিছুদিন আগে লাহোরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা।

Scroll to Top