ফের গোল্ডেন বুট পেলেন আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় তারকা লিওনেল মেসি। ইউরোপের ঘরোয়া লিগগুলোয় সবচেয়ে বেশি গোলের জন্যই এ পুরস্কার। মেসি রেকর্ড ষষ্ঠ ও টানা তৃতীয়বারের মতো এটি পেয়েছেন ঘরোয়া লিগে গেলবার ৩৬ গোল করে।
ফরাসি লিগের দল পিএসজির কিলিয়ান এমবাপেকে হারিয়ে এ পুরস্কারটি তুলে নেন বার্সেলোনা অধিনায়ক। এমবাপে ৩৩ গোল করেছিলেন। পুরস্কারটি জয়ের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগীজ স্ট্রাইকারটি এ পুরস্কার জিতেছেন চার বার। গোল্ডেন বুট জয়ের পর তিনি এ সাফল্যের জন্য দলসঙ্গীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমার দলসঙ্গীরা ছাড়া আমি এর একটাও জিততে পারতাম না।’