তুরষ্কের হামলার কারণে গত চারদিনে প্রায় পাঁচশ সিরীয় কুর্দি ইরাকের কুর্দিস্তানে প্রবেশ করেছে তারা সিরিয়া থেকে পালিয়ে ইরাকে আশ্রয় নিয়েছে। ইরাকের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
সীমান্ত প্রদেশ দুহুকের একজন কর্মকর্তা বলেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ক্যাম্পে এসব শরণার্থীকে নেয়া হয়েছে। এদিকে ইরাকের কুর্দিস্তানে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি ইরাকি আশ্রয় নিয়ে আছে। এরা ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে ইসলামিক স্টেটের সঙ্গে লড়াইকালে পালিয়ে এসেছিল।
ওই অঞ্চলে কার্যক্রম চালানো বেসরকারি সংস্থাগুলোর তথ্যমতে, গত ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরষ্কের হামলার পর থেকে তারা সতর্কাবস্থায় ছিল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় ১শ ৮২ জন সিরীয় কুর্দি ইরাকের কুর্দিস্তানে প্রবেশের লক্ষ্যে সীমান্ত অতিক্রম শুরু করেছে।
এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে বুধবারও কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরষ্কের নতুন হামলার খবর পাওয়া গেছে।