বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্ত করতে এখন রক্ত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।তাঁকে মিথ্যা সাজানো মামলা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে।তাই প্রস্তুতি নিন, গুলিকে আর ভয় করা যাবে না। প্রাণ দিয়ে হলেও দলীয় চেয়ারপারসনকে মুক্ত করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রবিবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দান সংলগ্ন ফাঁকা সড়কে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তৃতায় এ কথা বলেন।
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশ ঠেকাতে, বিএনপির নেতাকর্মীদের রাজশাহীতে আগমন ঠেকাতে বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস চলাচল এমনকি ট্রেনও বন্ধ করে দেওয়া হয়। এছাড়া গণগ্রেফতার তো আছেই। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে তিনহাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তিনদিন থেকে নেতাকর্মীরা নিজ বাড়িতে ঘুমাতে পারছে না বলে সমাবেশে অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুছ তালুকদার দুলু।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ২২টি শর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের পূর্বপাশের পাকা সড়কে বিএনপিকে বিভাগীয় সমাবেশ করার অনুমতি দেয় আরএমপি।