সেনাবাহিনীর আইএমআরআরটি হেলিকপ্টারটি বন্ধুত্বপূর্ণ দেশগুলির পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হয়।
সেনাবাহিনীসূত্রে জানা গেছে, ভারতের অরুণাচল প্রদেশের খিরমু থেকে আকাশে ওড়ার পর সকাল ১১টায় হেলিকপ্টারটি ভুটানের ইওনফুলার কাছে এসে রেডিও সংযোগ হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সেটি ভিজ্যুয়াল যোগাযোগের বাইরেও চলে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর দুপুর একটায় ইওনফুলার কাছেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। খিরমু থেকে ইওনফুলায় টহল দিচ্ছিলো এটি।
সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমান বলেন, \’গ্রাউন্ড এসএআর (অনুসন্ধান ও উদ্ধার) অভিযানটি ইওনফুলা থেকে তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছিল। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় বিমানবাহিনী এবং সেনাবাহিনীর হেলিকপ্টারও নামানো হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিহত পাইলটদের নাম শিগগিরই প্রকাশ করা হবে।