ফুটবল ক্লাব গুলোর সর্বশেষ হালচাল

এস.কে.শাওন: বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফুটবল বিশ্বকাপ আসে চার বছর অন্তর অন্তর।সেজন্য হাতে গুনা কয়েকটা হাই ভোল্টেজ ম্যাচ ছাড়া সারা বছর ক্লাব ফুটবল নিয়েই মাতামাতি করেন ফুটবলপ্রেমীরা।আর ক্লাব ফুটবলের ম্যাচ চলাকালীন সময়ে গ্যালারীতে দর্শকদের সরব উপস্থিতিই প্রমাণ করে ক্লাব ফুটবলের জনপ্রিয়তা কতোটুকু!আজকের প্রতিবেদনে পাঠকদের জন্য থাকছে ক্লাব ফুটবলের সর্বশেষ হালচাল।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো খেললেও স্প্যানিশ লা-লিগায় কয়েক মৌসুম ধরে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা মিলছে না রিয়াল মাদ্রিদের।নিজেদের সর্বশেষ ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ লেভান্তের বিপক্ষেও ঘাম ঝরাতে হয়েছে জয় পেতে।জমজমাট এ ম্যাচটিতে ৩-২ গোলে জয় পায় জিদানের দল।চলতি মৌসুমে লা-লিগায় প্রথম ম্যাচে সেল্টা ভিগোর মাঠে ৩-১ গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রিয়াল ভায়াদোয়িদের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়ে লজ ব্লাঙ্কোজরা।নিজেদের তৃতীয় ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে দু\’বার পিছিয়ে পড়েও গ্যারেথ বেলের সহায়তায় ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ।চার ম্যাচ শেষে ২ জয় ২ ড্র তে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে জিদানের দল।

বার্সা তারকা ফিলিপে কৌতিনহো জার্মানি ক্লাব বায়ার্নে পাড়ি জমাচ্ছেন,সম্প্রতি বার্সায় নেইমারের ফেরা নিয়ে নাটক তা কম বেশি সবারই জানা।তবে মর্মান্তিক ব্যাপার প্রকাশ্যে বন্দুকচালনা ও বেআাইনি অস্ত্র নিজের কাছে রাখার অপরাধে বার্সেলোনা মিডফিল্ডার আর্দা তুরানের বিরুদ্ধে ৩২ মাস কারাদণ্ড ঘোষণা করেছে তুরস্কের একটি আদালত।ইনজুরির কারণে চলতি মৌসুমের লা-লিগায় কোন ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি।এই ফুটবল জাদুকরকে ছাড়া বার্সার শুরুটাও ছিল নড়বড়ে।অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে ঘুরে দাঁড়ায় কাতালানরা।পরবর্তী ম্যাচে ওসাসুনার সাথে ড্র করে চতুর্থ ম্যাচে ভ্যালেন্সিয়াকে গোল বন্যায় ভাসায় আর্নেস্ত ভালভার্দের দল।ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে হারায় ৫-২ গোলের ব্যবধানে।এছাড়াও ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতার রেকর্ড গড়েন আনসু ফাতি।চার ম্যাচ শেষে ২ জয় ১ ড্র ও ১ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা।

অনেক নাটকীয়তার পর ফরাসি ক্লাব পিএসজি থেকে নেইমারের বার্সায় এবার যাওয়া হয়নি!কাতালান ক্লাবের প্রস্তাব পছন্দ না হওয়ায় পিএসজি নেইমারকে ছাড়েনি।প্যারিসের ক্লাবটিতে খেলা নিয়ে সংশয় থাকায় চলতি মৌসুমে প্রথম চার ম্যাচে মাঠে নামেননি নেইমার।স্ত্রাসবুকের বিপক্ষে নিজেদের ৫ম ম্যাচে মাঠে নেমেই গোল করে দলকে জেতান নেইমার।৫ ম্যাচে ৪ জয়ে পিএসজির সংগ্রহ ১২ পয়েন্ট। ফরাসি এ ক্লাবটি চলতি মৌসুমে দলে ভিড়িয়েছে গোলরক্ষক কেইলর নাভাসকে। পিএসজির দুই ফরোয়ার্ড এমবাপে ও কাভানি একই দিনে চোট পেয়েছেন।এতে করে আগামী ৪ সপ্তাহে মাঠের বাইরে কাটাতে হবে এমবাপেকে।আর এডিসন কাভানির চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে খেলা নিয়ে সংশয় রয়েছে।

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে ক্রিশ্চিয়ানো রোনালদো, হিগুয়েনদের মতো তারকা ফুটবলার থাকা সত্ত্বেও তাদের ফলাফল আশানুরূপ নয়।চলতি মৌসুমে প্রথম দুই ম্যাচে যথাক্রমে পার্মা ও নাপোলির বিপক্ষে জয় পেলেও তৃতীয় ম্যাচে ফ্লোরেন্সে ফিওরেন্টিনার বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে ইতালিয়ান ক্লাবটি।

লিভারপুল-আর্সেনাল ম্যাচ মানেই গোল বন্যা!সকল প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচে কোন জয়ের দেখা পায়নি আর্সেনাল। দলবদলের ব্যাপারে দলটি নজর দিলেও মাঠে তাদের পারফরম্যান্স শোচনীয়! সম্প্রতি লিভারপুলের কাছে ৩-১ গোলে পরাজিত হয় আর্সেনাল। এছাড়াও বার্নলিকে হেসে খেলে ৩-০ গোলে হারিয়েছে ইউর্গেন ক্লপের দল।সবশেষ অলরেডরা নিউক্যাসেলকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড গড়েছে।প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয় দল হিসেবে টানা দুই মৌসুম লিভারপুল প্রথম পাঁচ ম্যাচে জয়ের দেখা পেয়েছে।তাছাড়াও টানা ১৪ জয়ে প্রিমিয়ার লিগে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড লিভারপুলের।

শুরু হয়ে গেছে ফুটবলের অন্যতম আকর্ষণ ৬৫তম ইউয়েফা চ্যাম্পিয়নস লীগ।প্রথম দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি।স্ট্যামফোর্ড ব্রীজে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া।লীলের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আয়াক্স।বরুশিয়া ডর্টমুন্ড বনাম বার্সেলোনা ম্যাচটি গোলশূন্য ড্র তে শেষ বাঁশি বেজেছে।এছাড়াও ইন্টার মিলান- স্লাভিয়া ও লিঁও- জেনিত ম্যাচ যথাক্রমে ১-১ গোলে ড্র হয়েছে।

Scroll to Top