আগুন নিয়ে খেলবেন না: মমতার হুঁশিয়ারি

আসাবের ১৯ লাখ মানুষকে ফেলে দেওয়ার চেষ্টাকে আগুন নিয়ে খেলার শামিল বলেছেন, ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরো বলেছেন, ‘আগুন নিয়ে খেলবেন না।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে হাজার হাজার মানুষকে নিয়ে পদযাত্রা ও পরে এক সমাবেশে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন তিনি।

পশ্চিমবঙ্গ নাগরিকপঞ্জী করার ব্যাপারে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ভাষণে মমতা বলেন, ‘আমি বেঁচে থাকতে বাংলায় নাগরিকপঞ্জী হবে না। আমি মরে গেলে আমার তরুণ নেতারা ধর্মের নামে জনগণকে বিভক্ত করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়বে।’

তৃণমূলের ওপর বিজেপি নেতাকর্মীদের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে মমতা বলেন, ‘ধর্মের দোহাই দিয়ে তারা আমাদের আলাদা করতে চায়। তারা বাংলার মেরুদণ্ড ভেঙে দিতে চায়।’

৩১ আগস্ট আসামে প্রকাশিত নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখ নাগরিক বাদ পড়ার পর থেকেই নাগরিকপঞ্জী প্রশ্নে অস্থির হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিঁথির মোড় থেকে একটি বড় র‌্যালি বের করে তৃণমূল। র‌্যালিটি বিকাল ৬টায় শ্যামবাজার গিয়ে শেষ হয়। এর আগেও ৭ ও ৮ সেপ্টেম্বর রাজ্যের অন্য অংশে নাগরিকপঞ্জী-বিরোধী র‌্যালি বের করে তারা।

পশ্চিমবঙ্গ বিজেপিপ্রধান দিলীপ ঘোষ বলেন, ‘নাগরিকপঞ্জী বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে। আমাদের জানা মতে, প্রায় দুই কোটি বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছে এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। তাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে।’

নাগরিকপঞ্জী-বিরোধী আন্দোলনকে বাঙালির অস্তিত্বের লড়াই উল্লেখ করে মমতা বলেন, ‘এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। আপনার লড়াই অন্য কেউ লড়ে দিবে না। এটা আমাদের লড়াই এবং এ লড়াই আমাদের লড়তেই হবে।’

Scroll to Top