বৃদ্ধকে হত্যার পর ফ্রিজে ভরে রাখলো পাঁচ যুবক

৯১ বছরের বসয়ী এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করছে তার গৃহ-পরিচারক। শনিবার দক্ষিণ দিল্লিতে ঘটনা ঘটেছে। খুনিরা বৃদ্ধের দেহকে একটি রেফ্রিজারেটরে রেখে দেয়। শুধু তাই নয়, বৃদ্ধের শরীর পুঁতে ফেলতে সঙ্গম বিহারের একটি বাড়িতে ছয়ফুট গর্ত খোঁড়ে খুনীরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

মৃতের নাম কৃষ্ণ খোসলা। দিল্লির গ্রেটার কৈলাস-২ এলাকায় তার বাড়ি। তিনি অবসরপ্রাপ্ত এক সরকারি সংঘের কর্মী ছিলেন।

নিহত কৃষ্ণ খোসলার গৃহপরিচারক কিষানসহ চারজন এই হত্যাকাণ্ডে জড়িত। পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিষান ছাড়া বাকি চার অভিযুক্তের নাম দীপক যাদব, প্রদীপ শর্মা, সর্বেশ ও প্রভুদয়াল।

পুলিশের জেরার মুখে সে স্বীকার করেছে, গত বছর থেকে কৃষ্ণ খোসলার বাড়িতে কাজ করতো কিষান। বৃদ্ধের দুর্বব্যহারে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। দেড় মাস আগে থেকেই সে তাকে অপহরণ করার ছক কষছিল। শনিবার একটি টেম্পোতে করে কিষান অন্য চারজনকে নিয়ে বৃদ্ধের বাড়িতে যান।

কৃষ্ণ খোসলার স্ত্রী সরোজ খোসলা (৮৭) পুলিশকে জানিয়েছেন, কিষান তাদের দু\’জনকেই নেশার ওষুধ মেশানো চা খেতে দেয়। চা খেয়ে তারা অচেতন হয়ে পড়লে কিষান শ্বাসরোধ করে হত্যা করে নবতিপর বৃদ্ধকে। তারপর মৃতদেহ ঢুকিয়ে রাখে একটি রেফ্রিজারেটরে।

\"বৃদ্ধকে

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, অভিযুক্তরা একটি টেম্পুতে করে ওই রেফ্রিজারেটর নিয়ে যাচ্ছে। নিরাপত্তা রক্ষীরা কিষানের কাছে জানতে চাইলে সে বলে ওই রেফ্রিজারেটরটি সারাতে নিয়ে যাচ্ছে। পরের দিন পুলিশে খবর দেন সরোজ খোসলা।

তিনি জানান, রেফ্রিজারেটর ছাড়াও প্রচুর গয়না ও টাকা গায়েব হয়ে গিয়েছে। নগদ প্রায় ৩ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে।ইত্তেফাক

Scroll to Top