কাতার বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রথম প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় তাজিকিস্তানের রাজধানী দুশানবের হিসোর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে৷
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দুশানবেতেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। একটি আজ এফসি কুকতোশের বিরুদ্ধে এবং অপরটি আগামী বৃহস্পতিবার সিএসকেএ পামির।
বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাজিকিস্তান লিগের তৃতীয় স্থানে থাকা দল কুকতোশের বিপক্ষে মাঠে নামার আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই।
১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ বাছাই অভিযান। ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে।
ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান ১৪৯তম। বাংলাদেশ ১৮২তম। দুই দলের সর্বশেষ দেখায় ২০১৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল।