আবারো বার্সেলোনায় নেইমার

দলবদলের বাজারে নেইমারকে নিয়ে নাটকীয়তা শেষ হচ্ছে। ন্যু ক্যাম্পে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পিএসজির কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বার্সেলোনা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

ব্রাজিল তারকা নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ ও ফরাসি গণমাধ্যমে জোর গুঞ্জন চলছিল। দুই ক্লাবের মধ্যে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় আলোচনা হয়েছে। অবশেষে নেইমারকে বার্সোলোনার কাছে বিক্রি করতে রাজি হয়েছে পিএসজি। আজ রাতেই দুই ক্লাবের মধ্যে চুক্তি সম্পাদন হবে। তবে বার্সেলোনা থেকে নেইমারকে যে দামে কিনেছিল সেই দামেই বিক্রি করছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজকে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো ডাকতো ‘এমএসএন’ বলে। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যাওয়া নেইমার আবার ঘরের ছেলে ঘরে ফিরছে। এখন আবার‘এমএসএন’কে এক সঙ্গে দেখা যাবে।

Scroll to Top