কাশ্মীর সংঘাত জিইয়ে রাখতে পদক্ষেপ নেয় ব্রিটেন: ইরান

কাশ্মীর পরিস্থিতির জন্য ব্রিটেনকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতেই ব্রিটেন এ ধরনের পদক্ষেপ নিয়েছিল। বুধবার ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহ খামেনি দাবি করেন, ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় ব্রিটেন যে শয়তানিসুলভ পদক্ষেপ নিয়েছিল তার পরিণতিতে আজ কাশ্মীর সংকট সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তবে ভারতের কাছে আমাদের প্রত্যাশা হলো কাশ্মীরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে। মুসলমানদের ওপর কোনও ধরণের বলপ্রয়োগ করবে না।

শত্রুরা ইরানের কোনও ক্ষতি করতে পারবে না উল্লেখ করে খামেনি বলেন, বিপ্লবের ৪০ বছর পার হয়েছে। আগামী ৪০ বছর হবে আমাদের জন্য আরও ভালো। কিন্তু শত্রুদের জন্য অপেক্ষা করছে আরও খারাপ সময়।

Scroll to Top