মুরাদনগরে গোমতী নদীতে গোসল করতে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি এলাকার গোমতি নদীর ঘাটে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়ামিন (৬) ও ইব্রাহিমের ভাই চট্টগ্রাম থেকে বেড়াতে আসা রাজীবের ছেলে নাহিদ (৬)।

জানা যায়, ইয়ামিন ও নাহিদ দুজনে বুধবার বিকালে অভিভাবকদের অগোচরে গোমতী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ ঘটনায় অভিভাবকদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ইত্তেফাক

Scroll to Top