কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বুধবার সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ জন বিচ্ছিন্নতাবাদী ও অপর এক পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর সেখানে প্রথম এই সংঘর্ষের ঘটনা ঘটলো। খবর রয়টার্সের।
পুলিশ জানিয়েছে, কাশ্মীরের বারামুল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ২ পুলিশ সদস্যের মধ্যে একজন হাসপাতালে মারা যায়।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এর আগে সেখানে ৩০ হাজারের বেশি সেনা মোতায়েন করে মোদি সরকার। এছাড়া কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে জারি করা হয়েছে অনেক বিধিনিষেধ।
আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন এখন কাশ্মীর।