জম্মু-কাশ্মীরের বিষয়নিয়ে অনেক দিন পর প্রথমবারে মত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তার অবস্থান জানালো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বুধবার এনিয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে যে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়। নীতিগত অবস্থান থেকে বাংলাদেশ সব সময় প্রচার করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন সব দেশের জন্যই অগ্রাধিকার হওয়া উচিত।
গত ৫ আগস্ট ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়। এর আগে দেশটি সেখানে ৩৫ হাজার সেনা মোতায়েন করে।