চীনের ১৩ পর্যটক, নিহত লাওসেবাস দুর্ঘটনা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত চীনের অন্তত ১৩ পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) কর্তৃপক্ষের বরাতে করা প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা \’এএফপি\’ জানায়, দুর্ঘটনার সময় বিদেশি পর্যটকদের বহনকারী বাসটি আচমকা সড়ক থেকে ছিটকে ৩০ মিটার গভীর গিরিখাতে পড়ে যাওয়ায় তারা প্রাণ হারায়।

এ দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা শিয়াফোন চিতাভং \’এএফপি\’কে বলেন, \’সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সময় রাতে মর্মান্তিক এ দুর্ঘটনার সময় বাসটিতে চীনের অন্তত ৪০ নাগরিককে বহন করা হচ্ছিল। তারা লাওসের পর্যটন শহর লুয়াং প্রবাংয়ের দিকে যাচ্ছিল।\’

মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য চলকের গাড়ির নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, \’আজ সকাল পর্যন্ত অন্তত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।\’

অপর দিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা \’জিনহুয়া\’য় এরই মধ্যে গিরিখাতের পানি থেকে দুর্ঘটনা গ্রস্থ বাসের যাত্রীদের উদ্ধার করার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার কারণে লাওসে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে বলে জানান হয়।

Scroll to Top