অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে বাদ পড়ার পর ডাক পেয়েছিলেন সিপিএলে। খেলবেন সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালওয়াশের হয়ে।
ছিলেন বিমানের টিকেটের অপেক্ষায়। টিকেট পেয়েই মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই মৌসুমে সিপিএলে চতুর্থ আর জ্যামাইকা তালওয়াশের হয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলবেন রিয়াদ। এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ঘরোয়া লিগে।
মাহমুদউল্লাহ রিয়াদ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘ক্যারিবিয়ান দীপপুঞ্জের পথে।’
সিপিএলে এবারই প্রথম ডাক পেলেন তিনি। তার দল ফাইনালে উঠতে পারলে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশের হয়ে ১৪ সদস্যের ঘোষিত টেস্ট দলে জায়গা হয়নি এই অল রাউন্ডারের। আর এ সময়টা হেলায় নষ্ট না করে মাহমুদউল্লাহ ওয়েস্ট উন্ডিজ উড়াল দিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম