আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের বিক্ষোভে দুটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৬৩ জন। ঘটনায় আহত হয়েছে প্রায় দুই শতাধিক লোক। এছাড়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারেনি। হাজারা বিক্ষোভকারীরা যেন কূটনৈতিক এলাকা ও প্রেসিডেন্টের বাসভবনের দিকে যেতে না পারে, সেজন্য ব্যারিকেড দিয়ে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। শনিবারের এ বিক্ষোভকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
হাজারা অধ্যুষিত এলাকা এড়িয়ে বিদ্যুৎ সরবরাহ লাইন চলে যাওয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করছিল। উল্লেখ্য, হাজারারা মূলত শিয়া মুসলিম।