মানত পূরণ করতে শিশুকে আগুনে দিলেন বাবা!

দুই বছর আগে মা-বাবা মানত করেছিলেন, তাদের কোলে ছেলেসন্তান এলে জ্বলন্ত কয়লার বিছানায় শোয়াবেন। শেষমেশ পূরণ হয়েছিল তাদের মনের আশা। তাই মানতের প্রতিশ্রুতি রাখতে উঠে পড়ে লাগলেন বাবা।

মানত অনুযায়ী ১৮ মাস বয়সের ছেলেকে জ্বলন্ত কয়লার উপর রাখলেন ভারতের কর্ণাটক রাজ্যের ধারওয়াদ জেলার এক ব্যক্তি।

কর্ণাটক রাজ্যের ধারওয়াদ জেলার আল্লাপুর শহরে শত শত মানুষের সামনেই এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি ভিডিও করে ইন্টারনেটে প্রকাশ করেন এক প্রত্যক্ষদর্শী।

ভিডিওটিতে দেখা যায়, শিশুটিকে জ্বলন্ত কয়লার উপর রাখছেন তার বাবা। আগুনের উপর রাখার পর শিশুটি তাপে ছটফটিয়ে কান্নাকাটি শুরু করে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, জ্বলন্ত কয়লার উপরে কয়েকটি মাত্র কলাপাতা রাখা ছিল। সেগুলোর উপর শিশুটিকে শুইয়ে দেয়া হয়। এ সময় তাপে শিশুটি কান্নাকাটি করে ও পালানোর চেষ্টা করে। তবে কয়েক সেকেন্ড পরেই তাকে কয়লার ওপর থেকে তুলে নেন বাবা।

পুলিশ জানায়, এ ঘটনায় কোনো মামলা করা হয়নি। তবে স্থানীয় শিশুকল্যাণ কর্তৃপক্ষের কাছে ওই মা-বাবার কাউন্সেলিং করার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top