হিজলায় সংহতি স্কুলে শিক্ষার্থীরা হিস্টিরিয়ায় আক্রান্ত

বরিশালের হিজলা উপজেলার সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। ব্যাপারটি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের গুরুত্বহীনতার কারণে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকগণ।

একজন অভিভাবক অভিযোগ করে বলেন, গত তিন মাস যাবৎ প্রতিদিন ৫ থেকে ৬ জন শিক্ষার্থী ক্লাসে অসুস্থ হয়ে পড়ে। অন্য সহপাঠীরা অসুস্থ শিক্ষার্থীদের হিজলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। প্রথম দিকে শিক্ষকগণ অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নিতেন। প্রতিদিন এমন ঘটনার কারণে শিক্ষকগণ এখন আর গুরুত্ব দিচ্ছেন না। যারা অসুস্থ হচ্ছে তারা সবাই মেয়ে শিক্ষার্থী।

রবিবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায়, দশম শ্রেণির সুমাইয়া, সপ্তম শ্রেণির অনিমা এবং আদিবা চিকিৎসা নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা এ পর্যন্ত অনেক শিক্ষার্থীর চিকিৎসা দিয়েছে।

হাসপাতালের একজন সেবিকা নাম প্রকাশ না করার শর্তে জানান গত দুদিনে তারা ১০ জন শিক্ষার্থীকে সেবা দিয়েছেন।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় এবং তারা মাথা ঘুরে পড়ে যায়। তবে তারা আরও জানায়, এ তথ্য প্রকাশ না করতে বিদ্যালয়ের পক্ষ থেকে তারা কিছুটা চাপে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেমায়েত উদ্দিন সাংবাদিকদের কাছে বলেন, ‘যারা অসুস্থ হচ্ছে, তারা নানান অসুস্থতাজনিত কারণেই অসুস্থ হচ্ছে।’ হিজলা হাসপাতালের মেডিকেল অফিসার মীর মাজহারুল ইসলাম রনি জানান, এটি একটি ম্যাস (গণ) হিস্টিরিয়া। মেয়েরাই এই রোগে আক্রান্ত হয় বেশি এবং এটি শিক্ষার্থীদের সাইকোলজিক্যাল সমস্যা। শিক্ষার্থীরা অনেক চাপে থাকে। এই রোগ থেকে মুক্তি পেতে হলে, শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে হবে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী মিলে কাউন্সিলিং করতে হবে। শিক্ষার্থীদের মনে সাহস জোগাতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সফিউল আলম জানান, এই বিদ্যালয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার কথা আগে শুনেছেন। তবে বর্তমান সময়ের ঘটনা প্রধান শিক্ষক তাকে জানাননি।

ইত্তেফাক

Scroll to Top