গলায় বোমা বাঁধা ভারতীয় গরু বাংলাদেশে পাচার

বাংলাদেশে পাচারের সময় গরু আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই গরুগুলি সীমান্ত পার করতে চোরাকারবারীরা নিয়েছে ভয়ঙ্কর এক কৌশল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই গরুগুলো পাচারের সময় যাতে কেউ পথে বাঁধা সৃষ্টি করতে না পারে, সেই জন্য গরুগুলির গলায় দেশি বোমা বেঁধে দিয়েছে চোরাকারবারীরা। কিন্তু কোনো ধরনের হতাহত ছাড়াই গরুগুলোকে আটক করেছে বিএসএফ।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ও ২৫ জুলাই রাতের অন্ধকারে মালদা, মুর্শিদাবাদ, ২৪ পরগনা ও নদিয়া সীমান্ত দিয়ে গরুপাচারের চেষ্টা করা হয়। তখনই তা আটকে দিয়ে গরুগুলিকে উদ্ধার করে বিএসএফ। এই গরুগুলির দাম প্রায় ২০ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা বলে জানিয়েছে বিএসএফ। তারা বলছে, এসব গরু বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

বিএসএফ জানায়, বৃহস্পতিবার সকালে ওই গরুগুলিকে হারুডাঙা বর্ডার আউট পোস্টের কাছে গঙ্গা নদীতে ভাসতে দেখা যায়। গরুগুলির গলায় সকেট বোমা লাগানো ছিল। যাতে এই বোমাগুলো ফেটে বিএসএফের জওয়ানরা আহত হন।

এই ঘটনা স্থানীয় থানাকে তদন্তের জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই গরুগুলিকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ইত্তেফাক

Scroll to Top