চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগের পর এখনো সেখানে ২৫ জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপির।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, উদ্ধার কর্মীরা গুইঝু প্রদেশের শুইচাং কাউন্টির ওই গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে দুই শিশু, সন্তানসহ এক মা এবং অপর এক নারীর লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে গ্রামটির ২৩ বাড়ির ওপর পাহাড় ধসে পড়ার পর সেখান থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনের প্রত্যন্ত ও পার্বত্য অঞ্চলে বিশেষ করে প্রবল বর্ষণের পর প্রায় ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটে থাকে।