শিশু ধর্ষণের দায়ে বরিশালে রফিকুল ইসলাম (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ ডিসেম্বর বেলা ১২টার দিকে ১০ বছরের একটি শিশু ধর্ষণ করে দণ্ডিত রফিকুল। শিশুটি রফিকুলের প্রতিবেশী। তাকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি বাড়িতে ফিরে অভিভাবকদের জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা মুলাদী থানার তৎকালীন এসআই জহিরুল ইসলাম রফিকুলকে একমাত্র অভিযুক্ত করে ২০১০ সালের ২৩ জানুয়ারি মামলার চার্জশিট দেন। ৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রফিকুলকে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণ ঘটনার ১০ বছর পর মামলার রায় দেওয়া হয়। দণ্ডিত রফিকুল ইসলাম মুলাদী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। সে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত রায় দিয়েছে।
খবর : ইত্তেফাক