ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও চলছে বিতর্ক। রবিবার লর্ডসে ফাইনালে ইংল্যান্ডের ইনিংসে শেষ ওভারের চতুর্থ বলে ট্রেন্ট বোল্টের বল ডিপ মিড উইকেটে মেরে দুই রানের জন্য দৌড় দেন বেন স্টোকস। তখন মার্টিন গাপটিল বল ধরে উইকেট রক্ষকের দিকে ছোঁড়েন। কিন্তু সেই বল সরাসরি স্টোকসের ব্যাটে লেগে ওভার থ্রোতে বাউন্ডারি হয়ে যায়। এক বলে ছয় রান পেয়ে যায় ইংল্যান্ড।
জয়ের অঙ্ক সহজ হয়ে যায় ব্রিটিশদের কাছে। যদিও অনিচ্ছাকৃতভাবেই বল স্টোকসের ব্যাটে লাগে। স্টোকস অবশ্য সঙ্গে সঙ্গে মাঠের মধ্যেই ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাত তোলেন। বিশেষজ্ঞরা বলছেন, শেষ ওভারে ওভার থ্রোতে ওই চারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।
ম্যাচ শেষে স্টোকস জানান, বাকি জীবন তিনি কেন উইলিয়ামসনের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে থাকবেন। তিনি বলেন, ‘আমার বলার কোনও ভাষা নেই। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম। অসাধারণ অনুভূতি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সব সময়ই ভাল। ওরা দারুণ দল। আমি কেনের কাছে বাকি জীবন ক্ষমা চাইব। এটা আমাদের ভাগ্যে লেখা ছিল।’