পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। এদের মধ্যে ১০ জন তাবলিগ জামাতের সদস্য। তারা যে মসজিদে অবস্থান করছিলেন সেটি তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ বিবৃতি প্রকাশ করে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
বিবৃতিতে বলা হয়, ঝড় ও ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ২৮ জন নিহত হয়েছে এবং আরও অনেক আহত ও নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় একটি মসজিদে অবস্থানরত ১০ জন তাবলিগের সাথী, দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯ জন স্থানীয় বাসিন্দা রয়েছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, দেশটির মুজাফফরনগর তাবলিগ মারকাজ থেকে তলিয়ে যাওয়া দু’টি মসজিদের একটিতে ১০ জন তাবলিগের সাথী অবস্থান করছিলেন। ওই ১০ জনের মধ্যে পাঁচজন ফয়সালাবাদের একটি মাদরাসায় পড়াশোনা করত বলে জানা গেছে।
ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ টি বাড়িঘর এবং দুটি মসজিদ। এছাড়াও তলিয়ে গেছে নেলোম ভ্যালি নামের একটি রিসোর্ট।