সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহতের খবর পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে আসা ঢাকাগামী পদ্মা ট্রেন ও উল্লাপাড়া থেকে আসা সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বেতকান্দি রেলক্রসিং থেকে সাহিকোলা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দূরে মাইক্রোবাসটিকে নিয়ে আসে ট্রেনটি। এতে স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পাথর ছুড়ে ও ট্রেনটি প্রায় আধা ঘণ্টা রেললাইনে আটকে রাখে। এরপর উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনগণকে সরিয়ে দেয়, তখন ট্রেনটি ঢাকার দিকে চলে যায়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের ভিতরে ৯ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিনার হোসেন জানান, এ ঘটনা জানতে পেরে আমরা দ্রুত চলে আসি। লাশগুলো রেললাইনের পাশে উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।