ডায়মন্ড হারবারের সংসদ সদস্য তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির বিশেষ আদালত। তার বিরুদ্ধে ২০১৪ লোকসভা নির্বাচনের হলফনামায় ভুয়া ডিগ্রি পেশ করার অভিযোগ রয়েছে।
আগামী ২৫ জুলাইয়ের মধ্যে দিল্লির ওই আদালতে হাজিরা দিতে হবে তাকে। অভিষেকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন সার্থক চতুর্বেদী নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
গত লোকসভা নির্বাচনের আগে সিপিএম নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজেকে এমবিএ বলে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলফনামায় অভিষেক জানান, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৮-২০০৯ সালে এমবিএ ডিগ্রি নিয়ে পাস করেছেন। অথচ ওই শিক্ষা প্রতিষ্ঠানটিই ২০১৪ সালে দিল্লি হাই কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিল, তারা এই ধরনের কোনো ডিগ্রি তৃণমূল সাংসদকে দেননি। শুধু তাই নয়, স্নাতক ডিগ্রি নিয়েও তৃণমূল সাংসদ তথ্য গোপন করেছেন বলে অভিযোগ তুলেছিল সিপিএম।
এরপরই সুপ্রিম কোর্টের ওই আইনজীবী অভিষেকের বিরুদ্ধে মামলা করেন। মামলাকারীর তরফে বলা হয়, নির্বাচনের প্রার্থীরা নিজেদের উচ্চশিক্ষিত প্রমাণ করে সাধারণ মানুষের কাছে ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেন। এই কারণেই, অভিষেক ডিগ্রি সংক্রান্ত তথ্য দেন।
এই অভিযোগের ভিত্তিতে এদিনের শুনানিতে বিচারক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। তাকে ১২৫ এ ধারায়, জনপ্রতিনিধি আইনে, কমিশন অফ অফেন্স (ভুয়া হলফনামা জমা দেওয়া) নোটিস পাঠানো হয়েছে।