ভারতীয় ক্রিকেট দলের সেমিফাইনাল ব্যর্থতায় হতাশ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এক টুইট বার্তায় নিজের হতাশা জানানোর পাশাপাশি ভারতীয় দলের লড়াকু মনোভাবে প্রশংসাও করেছে তিনি।
মোদি টুইটারে বলেন, ‘এ হার হতাশার। তবে কোহলিরা যেভাবে ম্যাচের শেষ পর্যন্ত সাহসিকতার সঙ্গে খেলেছে তা প্রশংসনীয়। পুরো টুর্নামেন্টে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং উভয় ক্ষেত্রে অসাধারণ খেলেছে তারা।’
এর আগে গতকাল মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিউইরা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর নামে বৃষ্টি। এরপর গতকাল আর কোনো বল মাঠে গড়ায়নি।
রিজার্ভ ডেতে আজ বুধবার আবারো ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি।
জবাবে খেলতে নেমে ২৪ রানেই চার উইকেট হারায় ভারত। পরে জাদেজা ও ধোনীর ব্যাটে প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি। ৩ বল বাকি থাকতেই ২২১ রানে থামে কোহলিদের ইনিংস। ১৮ রানের এক অবিস্মরণীয় জয় পায় গতবারের রানারআপ নিউজিল্যান্ড।