কলেজছাত্রকে ছুরিআঘাতে হত্যা:মাগুরায়

মাগুরায় লিছান (১৬) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ইউসুফ রেজা নামে অপর এক কলেজছাত্র আহত হয়েছেন। রবিবার দুপুরে পৌর এলাকার শিবরামপুর মর্ডানমোড়ে এ ঘটনা ঘটে।

নিহত লিছন মাগুরা পৌর এলাকার মঠবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী কলেজের মানবিক ১ম বর্ষের ছাত্র ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে দেড়টার দিকে লিছান ও ইউসুফ পৌর এলাকার শিবরামপুর মর্ডানমোড়ে এলাকায় গেলে প্রতিপক্ষ যুবক প্রথমে লিছানকে ছুরিকাঘাত করে। তাকে ঠেকাতে গেলে তারা ইউসুফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনলে লিছান মারা যায়।পুলিশ লাশ ময়নাতদন্তের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশ সুপার খান মো. রেজোয়ান মাগুরা হাসপাতালে আহতকে দেখতে যান।মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ১ম বর্ষের এক ছাত্র ছুরিকাঘাতে নিহত এবং একজন আহত হয়েছে। দোষীদের গ্রেফতার এবং কি কারণে এই ঘটনা ঘটলো তা পুলিশ তদন্ত করছে।