ইরানকে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউজার্সিতে নিজের অবকাশযাপন কেন্দ্রে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘ইরানের ব্যাপারে কি ঘটে তা আমরা সবাই দেখব। ইরানকে আমি অনেক বেশি সাবধান করে দিচ্ছি।’
এর আগে গত বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির এক হুঁশিয়ারির জবাবে ওইদিন রাতে ট্রাম্প এক টুইটার বার্তায় হুমকি দিয়ে বলেছিলেন, এ হুঁশিয়ারি ইরানের দিকে ফিরে যেতে পারে।
প্রেসিডেন্ট রুহানি বুধবার বলেছিলেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হলে তার দেশ এ সমঝোতার আরো কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখবে।
তিনি বলেন, ইরান ৭ জুলাই থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার নির্ধারিত মাত্রা মানবে না বরং নিজের প্রয়োজনে যেকোনো মাত্রায় ইচ্ছা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে।
এর আগে গত মাসে ট্রাম্প এক টুইটার বার্তায় ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়ারও হুমকি দেন। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।