প্যানাসনিকের অতি সস্তা ফোন

জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক নতুন একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে। ফোনটির মডেল প্যানাসনিক পি৯৯। এই ফোনটিতে অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এন্টি লেভেলের এই ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৭ হাজার ৪৯০ রুপি।

ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ১.২৫ গিগাহার্জ। এতে ২ জিবি র‌্যাম রয়েছে।

ছবির জন্য আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ আছে। ফোনটি কম দামের হলে কী হবে এর ক্যামেরা ফেস বিউটিফাই, ব্রাস্টশট, এইচডিআর, ওয়াটারমার্কের মত বিশেষ ফিচার রয়েছে।

স্টোরেজের জন্য আছে ১৬ মেগাপিক্সেলের বিল্টইন মেমোরি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাভে। এতে ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।

কানেকটিভিটির জন্য আছে ফোরজি, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস।

বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top