মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদ। ৬ বছর বয়সেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করে সংযুক্ত আরব আমিরাতের সর্বকনিষ্ঠ শিশু হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। মেইসাম ৩ বছর বয়সেই পবিত্র কুরআনের ২ পারা মুখস্থ করেন। পরবর্তী ৩ বছরে সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হন।
৬ বছরের মেইসাম এখনো কোনো স্কুলে ভর্তি হয়নি। আর তাতেই সর্বকনিষ্ঠ হাফেজের খ্যাতি লাভ করেন মেইসাম।
মেইসামের মা জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজায় অবস্থিত কুরআন ও সুন্নাহ ইন্সটিটিউটে ৩ বছর বয়সে কুরআনিক কোর্সে তাকে ভর্তি করে দেয়া হয়। আর এখানেই সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে। এখন তার বয়স ৬ বছর।
তিনি আরো বলেন, ‘আমার মেয়ের যখন তিন বছর ছিল তখন তার দুই পারা মুখস্থ ছিল। মেইসাম আমিরাতে ‘শেখ জাদেহ’ শিরোনামে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় সে সপ্তম স্থান অধিকার করে।
৬ বছরের শিশু ও সর্বকনিষ্ঠ হাফেজ মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদের প্রতি রইলো শুভ কামনা। আল্লাহ তাআলা তাকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি