শোভাযাত্রা করতে পারেনি বিএনপি

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে \’নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসের\’ শোভাযাত্রা করার প্রস্তুতি ছিল বিএনপির। কিন্তু পুলিশের অনুমতি না থাকায় শোভাযাত্রা করতে পারেনি দলটি। পরে দিবসটি উপলক্ষে আজ বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ সকাল ১০টায় এই শোভাযাত্রা হওয়ার কথা ছিল। বিএনপির পক্ষ থেকে শোভাযাত্রার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তার অনুমতি মেলেনি। পরে দুপুর পৌনে ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।

শোভাযাত্রার অনুমতি না দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশ এই দিবস পালন করছে। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু আমাদের এই কর্মসূচি পালন করতে দিল না। পুলিশ বলল, অনুমতি নেই। আমরা অনুমতির চিঠিও পাঠালাম। তারপরও এটার অনুমতি দিল না আইনশৃঙ্খলা বাহিনী।’

‘কারণ এটা প্রচারিত হলে সরকার লজ্জা পাবে। কারণ, আজকে যা ঘটছে, নিপীড়ন, নির্যাতন, উৎপীড়ন, দিনের পর দিন রিমান্ডে নেওয়া হচ্ছে। যারা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস ছিলেন; কেউ পুলিশি নির্যাতনের হাত থেকে রেহাই পাননি।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘জনগণ সরকারের পক্ষে নেই। জনগণ যার সঙ্গে থাকে না, সেই ক্ষমতা দীর্ঘয়িত হতে পারে না। এইবার সরকারের পতনের সময় এসেছে, এবার দিক থেকে দিগন্তে পতনের আওয়াজ শুরু হয়েছে। এই আওয়াজে সরকারের পতন অবশ্যম্ভাবী। কারণ, আজকে যারা পঙ্গুত্ববরণ করেছে তাদের হাহাকারের বাতাসে পতন অবশ্যম্ভাবী।’

এ সময় পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে আটকদের মুক্তি দাবি করেন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির শোভাযাত্রার অনুমতি ছিল না। তাই কমিশনার মহোদয়ের নির্দেশে শোভাযাত্রা করতে দেওয়া হয়নি।’

প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবদলের ঢাকা মহানগর উত্তরের নেতা এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি

Scroll to Top