বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ফেভারিট: নবী

বিশ্বকাপে টেবিলের তলানির দল। তারপরও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজেদেরই ফেভারিট বলছেন আফগান অল রাউন্ডার মোহাম্মদ নবী। তবে বিশ্বসেরা সাকিব আল হাসানকে ভয়ের কথাও জানিয়েছেন অকপটে।

দুই সতীর্থ এবার মুখোমুখি। আইপিলে সানরাইজার্স হায়দরাবাদে একাদশে জায়গা নিয়েও অবশ্য লড়াইটা হয়েছে সাকিব আল হাসান ও মোহাম্মদ নাবীর মধ্যে। সেই লড়াইয়ে আফগান অল রাউন্ডার খানিকটা পেছনেই ফেলেন বিশ্বসেরা অল রাউন্ডারকে। তার দারুন পারফরম্যন্সে প্রায়ই হায়দরাবাদের সাইড বেঞ্চে থাকতে হয়েছে সাকিবকে।

এখন পর্যন্ত টাইগারদের মধ্যে তো বটেই বিশ্বকাপেরই অন্যতম সেরা পারফর্মার সাকিব আল হাসান। তাইতো গোটা ক্রিকেট বিশ্ব যেমন জানে, নবীও ভালো মত জানেন সাকিব কি। আর এরকম কাঊকে ঘিরে আলাদা পলিকল্পনা তো করতেই হয়। সাকিবকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলতে গিয়ে মোহাম্মদ নবী জানান, ‘সাকিব সেরা। তবে এই বিশ্বকাপে সে নিজের সেরাটাকেও ছাড়িয়েছে। কি দারুন ফর্ম। ওকে দমাতে না পারলে জিততে পারবো না। তাই সাকিবকে দ্রুত আউট করার জন্য বা ওর বল খেলার জন্য আলাদা প্ল্যান আছে আমাদের’।

এখন পর্যন্ত জয়শূন্য আফগানরা, ভারতের বিপক্ষে জয়ের খুব কাছ থেকেও ফেরত আসতে হয়েছে। বাংলাদেশের বিপক্ষে সেই আক্ষেপটা ঘুচাতে চায় আফগানিস্তান। আফগান এই অলরাউন্ডার আরও বলেন, ‘সব দলই কাউকে না কাউকে টার্গেট করে। আমাদেরও কিছু দলকে নিয়ে পরিকল্পনা তো থাকেই, কিন্তু এটা ক্রিকেট যেখানে প্রতি ম্যাচেই সেরাটা দিতে হয়। বাংলাদেশ শক্তিশালী দল, বিশ্বকাপের মতো আসরে তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই’।

সাকিবের তুলনায় এই বিশ্বকাপে পারফর্মেন্সের দিক থেকে বেশ ম্লান নবী। তার দলের মতো তিনি নিজেও তার সেরাটা বের করে আনার অপেক্ষায়। অনেকটা মজার ছলেই জানান, সামনের ম্যাচে টাইগাররা নয়, ফেভারিট আফগানিস্তানই।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top