নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাবিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল।
তিনি বলেছেন, ‘নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি, যাতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে, তারা তাদের সক্ষমতা দেখিয়েছে বলেই আমরা যেকোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছি।’

রোববার (২৩ জুন) বেলা ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে জন-নিরাপত্তা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব দেশের সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ার করি। সব জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসে। সেসব তথ্যকে গুরুত্ব দিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো কাজ করে।’

আসাদুজ্জামান বলেন, ‘শ্রীলঙ্কায় বোমা হামলার একটি ঘটনা ঘটেছে। আমাদের কাছে খবর এসেছিল, এ ধরনের ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা সব জায়গায় ব্যবস্থা নিয়েছিলাম। সবাই সজাগ ছিলাম বলে এ ধরনের ঘটনা ঘটেনি।’ তিনি বলেন, ‘সব ধরনের নিরাপত্তার জন্য কাজ করছি, বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। নিরাপত্তা বিভাগকে দক্ষতা, সক্ষমতা যা যা দরকার তা নিশ্চিত করা হয়েছে। র‌্যাব, পুলিশসহ সবাই সঠিকভাবে তাদের কাজগুলো করছেন।’

দুর্নীতি সবসময় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে যেন দুর্নীতি কমে যায়, সেজন্য কাজ করছি। দেশে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন সৃষ্টি হয়েছে। সেখানে যে কাউকে, যেকোনো সময় তলব করছেন। যেখানেই দুর্নীতির অভিযোগ পাই, বিভিগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে নন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অপরাধ করেন, তারা যথেষ্ট মেধা নিয়ে এসব করে থাকেন। ইদানিং সাইবার অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সেজন্য সাইবার অপরাধ দমনে আমরা ইউনিট করেছি। এসব অপরাধগুলো আমরা মোকাবিলা করব।’

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top