বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিকেলে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ শনিবার বিকেলে আবার বসছে। বৈঠকটি বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। স্কাইপের মাধ্যমে লন্ডন থেকেই বৈঠকে যুক্ত হবেন তারেক রহমান।

গত শনিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকটি মুলতবি রেখে শেষ হয়। আজকের বৈঠকে সদ্য পদোন্নতি পাওয়া স্থায়ী কমিটির দুই সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকেও অংশ নিতে বলা হয়েছে।

বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নির্ধারণ করা হবে। বৈঠকে দলের আন্দোলন কর্মসূচি, দল পুনর্গঠন, জোট সম্প্রসারণ ও ছাত্রদলের সংকট সমাধানসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। এছাড়া ছাত্রদলের কমিটি নিয়ে বিদ্যমান সংকটের বিষয়টিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, গত শনিবার মুলতবি রেখে স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার মুক্তির বিষয়, দলের সাংগঠনিক অবস্থা, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছিল; কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আজ বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আবারো আলোচনা হবে।

লেটেস্টবিডিনিউজ/এনপিবি

Scroll to Top