বাংলাদেশ ব্যাটসম্যান সাকিব আল হাসানের চেয়ে লিটন কুমার দাসের ব্যাটিংয়ে মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলেছেন টাইগার দুই ব্যাটারই। তবে সাকিবের চেয়ে লিটনের পারফরম্যান্স বেশি মন ছুঁয়েছে ভারতের সাবেক এ ক্রিকেটারের।
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দলের জয়ে অসাধারণ অবদান রেখেছেন লিটন। টপঅর্ডার ব্যাটসম্যান হয়েও দলের বিপর্যয়ে শক্ত হাতে মিডলঅর্ডারের দায়িত্ব সামলেছেন তিনি। সাকিবের সঙ্গে ১৮৯ রানের জুটি গড়ে দলকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। ব্যাট হাতে খেলেছেন ৬৯ বলে ৯৪ রানের পরিপক্ব অপরাজিত ইনিংস।
অবশ্য সাকিবের প্রশংসায়ও পঞ্চমুখ লক্ষ্মণ। দায়িত্বশীল ইনিংস খেলে বিশ্বকাপে নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তবে ২৪ বছর বয়সী লিটনের ইনিংসটি বেশি ভালো লেগেছে তার।
নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লক্ষ্মণ লিখেছেন, দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। দেখে পুলকিত হয়েছি কত সহজে এত বড় লক্ষ্য তাড়া করে ফেলেছে টাইগাররা। সাকিব অসাধারণ দায়িত্ববোধ দেখিয়েছে এবং বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছে। তবে আমি বেশি উৎফুল্ল হয়েছি, তরুণ লিটন দাসের পরিপক্বতা দেখে।
মূলত সাকিব-লিটনের ব্যাটে ক্যারিবীয়দের হারিয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচে জায়গা করে নিয়েছে মাশরাফি বাহিনী। স্বাভাবিকভাবেই সেমিফাইনালে খেলার দৌড়ে আরও একধাপ এগিয়েছেন তারা।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি