পোল্যান্ডে ১ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পোল্যান্ডে এক হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোলিশ প্রেসিডেন্ট অ্যান্দ্রে ডুডার সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, জার্মানিতে যুক্তরাষ্ট্রের মোতায়েনকৃত ৫২ হাজার সেনা থেকে পোল্যান্ডে এক হাজার সেনা মোতায়েন করা হবে। থাকবে ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জামও।

\"\"

তবে মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি করার ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। ঘাঁটি তৈরিতে ২০০ কোটি ডলারের ব্যয়ের প্রস্তাব দেয় ওয়ারস’। বুধবার (১২ জুন) হোয়াইট হাউস সফরকালে প্রেসিডেন্ট ডুডা বলেন, ওই ঘাঁটির নাম হতে পারে ফোর্ট ট্রাম্প (ট্রাম্প দুর্গ)।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় খুবই আগ্রহী। তবে স্থায়ী ঘাঁটি তৈরির ব্যাপারে সতর্ক ছিলেন তিনি। সেই ঘোষণায় হয়তো রাশিয়ার কাছ থেকে প্রতিক্রিয়া আসতো।

এক বছরেরও কম সময়ে এটা ডুডার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পোলিশ ব্যাপারে ট্রাম্প অত্যন্ত উদার এবং তার বোঝাপড়াও দারুণ।

লেটেস্টবিডিনিউজ/এনপিবি

Scroll to Top