আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টিতেই তো ২০০ ছাড়ানো রান হয়। সেখানে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের মতো লম্বা ব্যাটিং লাইনআপের একটি দলের বিপক্ষে ২৪৪ রানের পুঁজি নিয়ে কতটাই আর লড়াই করা যায়। তারপরও শেষ পর্যন্ত লড়ছে বাংলাদেশ। এক সময় তো এ-ও মনে হচ্ছিল ম্যাচটি জিতলে জিতেও যেতে পারে টাইগাররা।
এত অল্প পুঁজি নিয়ে এমন লড়াই করার পর খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি মাশরাফিদের প্রশংসা করেছেন। কাল বাংলাদেশের লড়াকু মানসিকতার পর কোহলিও এখন মনে করছেন, বাংলাদেশ সেমিফাইনাল খেললে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
শুধু কোহলিই নন, নখ কামড়ানো ম্যাচ হারলেও লড়াকু মানসিকতার জন্য বিশ্বব্যাপী বাহ্বা পাচ্ছেন লাল-সবুজ বাহিনী। হেরে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও প্রশংসায় পঞ্চমুখ লাল-সবুজ জার্সিধারীরা। একের পর এক ক্রিকেট বিশ্বের রথী-মহারথীর প্রশংসা কুড়াচ্ছেন তারা।
কোহলি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘মাশরাফি-সাকিবরা অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। যদি তারা সেমিফাইনালে যায়, (শেষ চারে খেলার ছাড়পত্র পায় বা টিকিট কাটে) আমি মোটেও অবাক হবো না।’
ম্যাচ শেষে মাশরাফি বলেছেন, ‘আমরা আশাহত নই। এখনও ৭ ম্যাচ বাকি। আশা করি, শিগগির কামব্যাক করতে পারবো।’
আগামী শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
লেটেস্টবিডিনিউজ/ কেএসবিপি