দেশের ইতিহাসে এবারের ঈদযাত্রা সবচেয়ে স্বস্তির ও আরামদায়ক হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উগ্র সাম্প্রদায়িকতাকে উৎপাটন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। গড়তে হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে সম্মানের আসনে আসীন হয়েছে। উন্নয়নের মহাসড়কে আমরা এগিয়ে যাচ্ছি এবং আরও যাবো।’
বুধবার (৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রথম পর্বে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। দ্বিতীয় পর্বে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
কাদের বলেন, ‘এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে রাজধানীবাসী বাড়িতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। আমি আশা করি একইভাবে ঈদের পর সবাই যার যার কর্মস্থলে ফিরে আসতে পারবেন। সে ব্যবস্থাও আমরা রেখেছি।’
তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ভবিষ্যৎ উপহার দেবো দেশবাসীকে। বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে আমরা সোনার বাংলা গড়বো। আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করবো।’
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন প্রমুখ।
লেটেস্টবিডি নিউজ/কেএনবিপি