স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসেই কাশ্মীরে নজর অমিত শাহের

ভারতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নিজের পরের গুরুত্বপূর্ণ আসনে বিজেপির অন্যতম নেতা অমিত শাহকে বসিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সবার আগে কাশ্মীরের দিকে নজর দিয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহ।

শনিবার জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্যপালের কাছ থেকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ নেন তিনি। এসময় অমরনাথ যাত্রার প্রস্তুতি ও কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবগত হন তিনি।

১ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ চলবে ১৫ আগস্ট পর্যন্ত৷ ৪৬ দিনের লম্বা যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য এবার নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এনেছে প্রশাসন৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের রাজ্যপাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা, উন্নয়নমূলক কিছু বিষয় ও পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷

২০১৮ সালের জুন মাস থেকে কাশ্মীর রাষ্ট্রপতি শাসনের অধীনে৷ এই বছরের শেষের দিকে উপত্যকায় ভোট হওয়ার কথা৷ তবে দু’জনের মধ্যে ভোট নিয়ে কোনো আলোচনা হয়নি৷ রাজ্যপাল জানান, ভোট কবে হবে সেটা নির্বাচন কমিশনের আওতাধীন বিষয়৷

লোকসভা নির্বাচনের আগে দলীয় ইশতেহারে কাশ্মীর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল বিজেপি৷ যার মধ্যে উল্লেখযোগ্য সংবিধানের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিল, কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনা ইত্যাদি৷

লেটেস্টবিডিনিউজ/এনপিবি

Scroll to Top