কিছুক্ষণ পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। নিশ্চয়ই এ ম্যাচ জিতেই চলতি টুর্নামেন্ট রাঙাতে উন্মুখ টিম টাইগার্স। অন্যদিকে সাকিব আল হাসানের চোখ রয়েছে তিনটি রেকর্ডে। যা তাকে হাতছানি দিয়ে ডাকছে!
ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান ও ২৫০ উইকেটের ‘ডাবল’-এর রেকর্ড থেকে সাকিব রয়েছেন মাত্র ১টি উইকেট দূরে। আজ যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ রেকর্ডটি নিজের করে নিতে পারেন এ অলরাউন্ডার তবে, আবদুল রাজ্জাক, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও সনাথ জয়াসুরিয়ার পাশে বসবেন তিনি। শুধু তাই নয়, তাদেরকে টপকেও যাবেন এ বাঁহাতি।
আগেই মাত্র ১৯৭ ম্যাচ খেলেই ৫৬৬৭ রান ও ২৪৯ উইকেটের মালিক বনে গেছেন সাকিব। এর আগে যে চারজন ক্রিকেটার ৫০০০ রান ও ২৫০ উইকেটের ‘ডাবল’-এর রেকর্ড ছুঁয়েছেন, তাদের কেউই ২০০ ম্যাচের আগে সেটি করতে পারেননি। দ্রুততম হিসেবে ২৫৮ ম্যাচে এই ‘ডাবল’ অর্জন করেছিলেন পাকিস্তানের আবদুল রাজ্জাক। আফ্রিদি করেছিলেন ২৭৩ ম্যাচে, ক্যালিস ২৯৬ ম্যাচে ও জয়াসুরিয়া করেছিলেন ৩০৪ ম্যাচে। চারজনকে পেছনে ফেলে সবচেয়ে কম ম্যাচে বিরল এই ‘ডাবল’ অর্জন করা তাই সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার।
দ্বিতীয় রেকর্ডটি সাকিবের হবে আজ মাঠে নামলেই। ইতিহাসে এর আগে কোনো ক্রিকেটার শীর্ষ অলরাউন্ডার থেকে টানা ৩টি বিশ্বকাপ খেলেননি। যা করতে যাচ্ছেন টাইগার ওয়ানডে সহঅধিনায়ক।
গত বছর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সব সংস্করণের ক্রিকেটে ১১ হাজার রানের মালিক হয়েছিলেন তামিম ইকবাল। প্রিয় বন্ধু তামিমের (১২ হাজার ৫১৯) পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এবার সেই মাইলফলক ছোঁয়ার খুব কাছে সাকিব। এজন্য সাকিবকে আজ করতে হবে মাত্র ৫ রান।। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন সাকিবের মোট রান ১০ হাজার ৯৯৫।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নেমে তিনটি রেকর্ড গড়া সাকিবের জন্য কঠিন কোন ব্যাপারই নয়। তারপরও ক্রিকেট তো বড় অনিশ্চয়তায় মোড়ান। যে কারণে তাই শঙ্কাটা তো কিছুটা হলেও থাকছে। তবে টাইগার প্রেমিরা আশা করছেন বাংলাদেশের গোল্ডেন বয় আজ নিজের নামের পাশে ঠিকই ঐ তিনটি রেকর্ড যোগ করবেন।
লেটেস্টবিডিনিউজ/এনপিবি