ইংল্যান্ড বিশ্বকাপে রোববার (২ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
২০ বছর পর বিশ্বকাপ ক্রিকেট এবার ফিরেছে জন্মভূমিতে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিশ্বকাপের ১০ দলের অধিনায়ক গিয়েছিলেন বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে। ব্রিটিশ রাজতন্ত্র ও আভিজাত্যের প্রতীক মনে করা হয় এই ভবনকে। গোটা বিশ্বের সবচেয়ে সুপরিচিত ভবনগুলোর একটি। সৌভাগ্যের দেশে মাশরাফির দল মাঠের লড়াই শুরু করবেন আজ।
ইংল্যান্ড জুড়ে বাংলাদেশের ভক্ত সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ম্যাচ নিয়ে উন্মাদনা। তবে সেখানে সব কিছুই যেন একটি নিয়মের মধ্যে। মাঠে আসা দর্শকরা গ্যালারি আর স্টেডিয়াম পাড়াতেই উল্লাস করবেন। কিংবা যেখানে বার, পাব আর নাইট ক্লাব আছে সেখানে বড় বড় টিভি পর্দায় খেলা দেখে উল্লাস করবেন।
বাংলাদেশিদের হোটেলে খেতে গেলে বা তাদের ট্যাক্সিতে উঠলেও বুঝা যায় নিজ দেশকে সমর্থন দিতে কতটা মুখিয়ে আছেন তারা। মাশরাফি বিন মুর্তজাও জানেন তাদের শক্তির অন্যতম অংশ সমর্থকরা। এমনকি সেটি জানেন প্রিন্স হ্যারিও। রাজপ্রাসাদে সেই বিষয়টি টাইগার অধিনায়ককে স্মরণও করিয়ে দিয়েছেন রাজপুত্র। তা নিয়ে মাশরাফি জানান, ‘প্রিন্স হ্যারি আমাকে বললেন, বাংলাদেশের অনেক বড় একটি কমিউনিটি আছে এখানে। অনেকক্ষেত্রেই তারা বড় ভূমিকা রাখছে এই দেশে। আবহাওয়া নিয়েও কথা হলো, দেশে ৪০ ডিগ্রি তাপমাত্রা থেকে এসে এখানে খেলা কতটা কঠিন। বিশ্বকাপ নিয়ে আমাদের প্রস্তুতির খোঁজ- খবরও নিলেন। বললেন খেলা উপভোগ করতে।’
লেটেস্টবিডিনিউজ/এনপিবি