শুধু লেগস্পিন বললে ভুল হবে, বর্তমানে স্পিনারদের মধ্যে রশিদ খানের তুলনা চলে না। তার ঘূণিতে নাকাল হয়েছে বিশ্বের বাঘা, বাঘা সব ব্যাটসম্যান। তবে শুধু বোলিং ক্যারিশমায় পড়ে থাকতে চান না, নিজ দলকে ব্যাটিংয়েও সাহায্য করার ইচ্ছে আছে আফগানিস্তান তারকার।
সীমিত ওভারের দাপট দেখানো রশিদ একবার তো বিগ ব্যাশে দারুণ ব্যাটিং করে অ্যাডাম গিলক্রিস্টকে চমকে দিয়েছেন। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ২২। যেখানে এই ফরম্যাটে তিনি দ্বিতীয় সের অলরাউন্ডার। আর ডানহাতি এই তারকার সংগ্রহে রয়েছে ১০টি মূলবান ব্যাট, মানে তারকা ব্যাটসম্যানদের থেকে উপহার পাওয়া উইলো। এর মধ্যে একটি আবার বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে ক্রিকেট ডট কম ডট এইউকে এ ব্যাপারে রশিদ বলেন, ‘যখন তুমি ব্যাটিংয়ের ভালো কৌশল শিখবে, তখন তোমার ভালো একটি ব্যাট লাগবে। আমার কাছে কয়েকটি আছে। এর একটি আমি পেয়েছি বিরাট (কোহলি) থেকে, একটি ডেভি (ওয়ার্নার) ও একটি লোকেশ রাহুল থেকে। এগুলো বিশেষ ব্যাট। বিশ্বকাপে রান পেতে এই ব্যাটগুলো সাহায্য করবে।’
এদিকে গত আইপিএলের কোহলি থেকে উপহার পাওয়া ব্যাটটি অবশ্য রশিদের কাছে আর নেই। অথচ আইপিএল শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে প্রস্তুতি ম্যাচে তিনি এই ব্যাট দিয়ে খেলেছিলেন। যেখানে আফগানদের হারের ম্যাচে দুটি ছক্কা হাঁকান তিনি। তবে এতেই বিপত্তি বেধে যায়। এই ব্যাটে এমন স্ট্রোক দেখে সতীর্থ আসগর আফগান ঐ ব্যাটের প্রেমে পড়ে যান।
রশিদ বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে যখন ব্যাট করছিলাম, আমি একটি বাউন্ডারি মারতে চেয়েছিলাম, কিন্তু ছক্কা হয়ে যায়। আমি ভাবলাম কি হলো। পরে আমি আরও একটি বাউন্ডারি হাঁকাতে যাই এবং এবারও ছয়। তখনই ভাবি এই ব্যাটে কিছু আছে। এ ব্যাটে খেললেই ছক্কায়, মানে বিশেষ কিছুই আছে।’
‘পরে আমি যখন প্যাভিলিওনে ফেরত আসি, তখন আমাদের সাবেক অধিনায়ক আসগর আফগান বললো, আমাকে ব্যাটটি দিয়ে দাও। আমি ‘না’ করতে পারলাম না। বললাম ঠিক আছে এটি তোমার।’
‘সে ইতোমধ্যে ব্যাটটি আমার ব্যাগ থেকে তার ব্যাগে নিয়ে নিল। ওটা ছিল বিশেষ খেলোয়াড় থেকে বিশেষ ব্যাট।’
এদিকে ব্যাটটি দিয়ে দিলেও এটি ফেরত পাওয়ার আশা এখনও ছাড়েননি রশিদ, ‘সে ব্যাটটি নিল, তবে আমি মনে করি সে ভালো করবে না এবং ব্যাটটি ফেরত দেবে।’
আজ (শনিবার, ০১ জুন) ব্রিস্টলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
লেটেস্টবিডিনিউজ/কেএস