কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আজ শনিবার ভোরে টেকনাফের দমদমিয়ার কে কে খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার হ্নীলার রঙ্গিখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল গফুর (৪০) ও কেরুনতলী এলাকার মো. সাদেক (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। তিনি জানান, দমদমিয়া খালেরমুখ দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে-এমন খবরে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। অবস্থান টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ইয়াবা পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা পাচারকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি