বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেতে দক্ষিণ আফ্রিকার সামনে ৩১২ রানের লক্ষ্য দেয় স্বাগতিক ইংল্যান্ড। বোলারদের পর কেনিংটন ওভালে প্রোটিয়া ব্যাটসম্যানদেরও পরীক্ষা নেয় ইংল্যান্ডের বোলাররা। অলআউট করে দেয় ২০৭ রানে। জয় পায় ১০৪ রানের বড় ব্যবধানে। দুর্দান্ত এই জয়ে ইংল্যান্ড ফেবারিটের মতোই জয় তুলে নিল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
লন্ডনের কেনিংটন ওভালে (দ্য ওভাল) ব্যাট করতে নেমে শুরুতে দক্ষিণ আফ্রিকাকে ৩১২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলার সাঁড়াসি আক্রমণের শিকার প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদেরকে থেমে যেতে হলো ৩৯.৫ ওভারে মাত্র ২০৭ রানের মাথায়।
এদিন ইংলিশদের হয়ে ইনিংসের গোড়া পত্তন করতে আসেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। গোটা গ্যালারিকে অবাক করে দিয়ে প্রোটিয়া অধিনায়ক হাফ ডু প্লেসিস প্রথম ওভারেই বল তুলে দেন ইমরান তাহিরের হাতে। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে তাহিরকে করতে হয় মাত্র দুটি বল। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বেয়ারস্টোকে ডি ককের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এই লেগ স্পিনার।
এর পর রয় আর জো রুটের শত রানের জুটি ভাঙেন ফিলেকাও। ৫৩ বলে ৫৪ রান করা রয় ফেরার পরের ওভারেই রাবাদার শিকার হন ৫৯ বলে ৫১ রান করা জো রুট। চতুর্থ উইকেটে আবারও প্রবল প্রতিরোধ গড়েন অধিনায়ক মরগান ও বেন স্টোকস। মরগান ৫৭ রান করে ইমরান তাহিরের দ্বিতীয় শিকার হলেও দলকে বড় সংগ্রহ এনে দেয়ায় বড় ভূমিকার রাখেন ৮৯ রান করা স্টোকস।
শেষ দিকে বাটলারের ১৮ ও ক্রিস ওকসের ১৩ রানে ভর করে ৩১১ রানে থাকে ইংলিশদের ইনিংস।
প্রোটিয়াদের হয়ে লুঙ্গি এনগিডি ৩টি, ইমরান তাহির ও রাবাদা ২টি করে এবং ফিলেকাও নেন ১টি উইকেট।
৩১২ রানের লক্ষ্যটা দক্ষিণ আফ্রিকার জন্য আহামরি কিছু ছিল না। তবে তাদের ব্যাটিং গভীরতা আজ সেই প্রমাণ দিতে পারেনি। সঙ্গে বিধিও বাম। ইনিংসের চতুর্থ ওভারে জোফরা আর্চারের বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় অপেনার হাশিম আমলাকে।
এর পর দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করা কুইন্টন ডি কক একপ্রাপ্ত আগলে রাখলেও অপর প্রান্তে দ্রুত আউট হন মার্করাম ও অধিনায় হাফ ডু প্লেসিস। ভ্যান্ডার ডুসেন ৫০ রান করে আর্চারের তৃতীয় শিকারে পরিণত হন। শেষ দিকে ফিলেকাওয়ের ব্যাট থেকে আসে ২৫ বলে ২৪ রান। ১০ ওভার ১ বল বাকি থাকতেই ২০৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।
ইংলিশ বোলারদের মধ্যে আর্চার ৩টি, প্লাঙ্কেট ও বেন স্টোকস ২টি করে এবং আদিল রশিদ ও মঈন আলী নেন ১টি করে উইকেট। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হন বেন স্টোকস।
উল্লেখ্য, আগামীকাল নটিংহামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাংলাদশে সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। সূত্র: ক্রিকইনফো
লেটেস্টবিডিনিউজ/এসএনএস