জোট গঠনে ব্যর্থ নেতানিয়াহু, নতুন নির্বাচনের ঘোষণা

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ডানপন্থী জোট সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায়, দেশটির আইনপ্রণেতারা সংসদ ভেঙে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। বিদেশি সংবাদমাধ্যমের বরাত অনুযায়ী, দেশটিতে পুনরায় ১৭ সেপ্টেম্বর নতুন নির্বাচনের আহ্বান জানানো হয়েছে।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর নেতানিয়াহুর লিকুদ পার্টি ১২০ আসনের মধ্য মাত্র ৩৫টি আসন অর্জন করতে সক্ষম হয়। তারপরই নেতানিয়াহু ডানপন্থী জোট সরকার গঠনের কথা উল্লেখ করলে পরবর্তীতে সেটিও গঠন করতে ব্যর্থ হয়।

বুধবার (২৯মে) ছিল সরকারপন্থী এই জোট গঠনের শেষ দিন।

দেশটির সংবাদমাধ্যম নেতানিয়াহুর সঙ্গে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এভিগডোর লেবারম্যানের বিতর্কে জড়িয়ে পড়ার ফলে তার এই পতন বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

এই বিতর্কের বিষয় ছিল সামরিক অভ্যুত্থান আইনের খসড়া পরিবর্তন ও সনাতন ইহুদিদের সাথে একাত্মতা প্রকাশ করা।

ইসরাইলের ইতিহাসে এটিই ছিল প্রথম কোন মনোনীত প্রধানমন্ত্রীর জোট সরকার গঠনে ব্যর্থ হবার ঘটনা।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top