দেশে বতর্মানে দুঃশাসনের রাজত্ব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (৩০ মে) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যু বাষির্কীতে তার কবর জিয়ারত শেষে এই অভিযোগ করেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, দেশে দুঃশাসনের রাজত্ব চলছে। আজকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করায় হবে আমাদের আজকের অঙ্গিকার।
তিনি আরও বলেন, এই দিনে স্বাধীনতার শত্রুরা জিয়াউর রহমানকে নিমর্মভাবে হত্যা করেছিলো। তাই এই দিনটিকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। স্বল্প দিনের রাজনৈতিক জীবনে জিয়া দেশের মৌলিক পরিবর্তন করেছিলেন। বাক স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জিয়াকে এদেশের মানুষ কখনো ভুলবে না। একদলীয় শাসনের প্রেক্ষাপটে জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সেই আন্দোলনে এখনো আমরা আছি। আমাদের নেত্রী জেলখানায় আছে। কিন্তু বিএনপি এখনো শক্তিশালী একটি সংগঠন। যতদিন পযর্ন্ত দেশে গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরে না আসবে ততদিন পর্যন্ত বিএনপি দেশের মানুষের সঙ্গে থাকবে।
এসময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, মঈন খান, শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অঙ্গ সংগঠনের অনান্যরা উপস্থিত ছিলেন।
লেটেস্টবিডিনিউজ/এসকেবি