বিএনপির চোখে উন্নয়ন ধরা পড়ে না: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারাবিশ্ব এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল মনে করে। কিন্তু বিএনপির চোখে এসব উন্নয়ন ধরা দেয় না। মঙ্গলবার \’হাসুমণির পাঠশালা\’ আয়োজিত \’দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, বাংলাদেশের পুনর্জাগরণ\’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) সেমিনার হলে আয়োজিত এ আলোচনায় বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও সমকালের উপসম্পাদক অজয় দাশগুপ্ত। হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েদ হালিম।

আলোচনায় হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কোনো ব্যক্তির প্রত্যাবর্তন ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের প্রত্যাবর্তন ছিল।

মুরাদ হাসান বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য সোনার বাংলাদেশ হিসেবে নির্মাণ করছেন। বাংলাদেশের নাগরিকরা আজ বিশ্ব পরিমণ্ডলে তার জন্যই মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন।

মীজানুর রহমান বলেন, একটি জাতি তখনই উন্নত হয় যখন সে রাষ্ট্রের মানুষ নিজেদের সত্যিকার আধুনিক শিক্ষায় শিক্ষিত, সংস্কৃতিমনস্ক, চিন্তাশীল এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সত্যিকারের উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্যই দেশে ফিরে এসেছিলেন।

অজয় দাশগুপ্ত বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্ব মোড়লদের হুমকি উপেক্ষা করে পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে যে সাহস ও প্রজ্ঞার পরিচয় তিনি দিয়েছেন, তা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পুনর্জাগরণের সবচেয়ে বড় উদাহরণ। তিনি তরুণ প্রজন্মকে তার সাহস ও দৃঢ়তাকে অনুসরণের আহ্বান জানান।

গোলটেবিল আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, নব্বই-উত্তর প্রগতিশীল ছাত্রনেতারা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

লেটেস্টবিডিনিউজ/ কেপিএসবি

Scroll to Top