তারপরও বিবারের পিছু ছাড়ছেন না সেলেনা!

প্রেম ভেঙেছে কয়েকবছর হয়ে গেলো। দুজনেই নিজেদের জীবনে অসংখ্য প্রেমিক-প্রেমিকা জুটিয়ে নিয়েছেন। কিন্তু তারপরেও দুজনকে নিয়ে জল্পনার শেষ নেই। কথা হচ্ছে, জনপ্রিয় গায়ক-গায়িকা জাস্টিন বিবার ও সেলেনা গোমেজকে নিয়ে।

কারণ সম্প্রতি সেলেনা এমন একটি কাজ করেছেন, যাতে তাদের দুজনকে নিয়ে নতুন শিরোনামের জন্ম দিয়েছে সংবাদ মাধ্যম।

অনেকেই জানেন, সেলেনা এই মুহূর্তে উডি অ্যালেনের আসন্ন সিনেমাতে অভিনয় করছেন। এই কারণে তিনি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। এদিকে গত শুক্রবার সেলেনা একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়েই জাস্টিন বিবারকে নিয়ে নতুন গুঞ্জনের জন্ম দিলেন।

এই রেস্টুরেন্টে শেষবার যখন বিবার এসেছিলেন, তিনি একটি নির্দিষ্ট চেয়ারে বসেছিলেন। আর সেলেনা সেই রেস্টুরেন্টের সব জায়গা ছেড়ে বিবারের সেই চেয়ারে গিয়েই বসলেন। এটি ইচ্ছাকৃত না কাকতালীয়, তা নিয়ে অনেকেই সন্দেহ করছেন।

এছাড়াও ম্যানহাটনের যে জিমে বিবার যেতেন, সেই জিমে সেলেনাকে এই সপ্তাহে ওয়ার্কআউট করতে দেখে গিয়েছে। তবে কী পুরনো প্রেম পিছু ছাড়ছে না সেলেনার, সেটি হয়ত সময়ই বলবে। সূত্র: পেজ সিক্স 

বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top