সদ্য বিয়ে হয়েছে৷ নববধূর গন্ধ এখনও গা থেকে মোছেনি৷ তাই হয়তো ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি আছে রিয়া সেনের৷ তিনি নিজে কিছু না জানালেও এমন একটা কানাঘুষো শোনা যাচ্ছে৷
রাগিনী এমএমএস রিটার্নসে ঘনিষ্ঠ দৃশ্য আছে রিয়ার৷ ছবিতে সই করার আগে রিয়া এসব জেনেশুনেই সইসাবুদ করেছিলেন৷ তখন তাঁর কোনও আপত্তি ছিল না৷ কিন্তু শিবম তিওয়ারির সঙ্গে বিয়ের পরই বেঁকে বসেছেন রিয়া৷
পরিচালক সুযশ ভাধবকরকে তিনি অনুরোধ করেছেন, নিশান্ত মালকানির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যগুলি যেন কেটে বাদ দিয়ে দেওয়া হয়৷ সূত্রের খবর, ছবিতে রিয়া অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন৷ চরিত্রের নাম সিমরন৷ সহকর্মী নিশান্ত মালকানির সঙ্গে তাঁর বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে৷ ছবির প্রয়োজনেই সেগুলো দেখানো দরকার৷ কিন্তু রিয়া সেগুলি শুট করার সময় নাকি অস্বস্তি বোধ করছিলেন৷
বাংলাদেশ সময় : ১২০১ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ